ডাকসু নির্বাচনের উত্তাপের মধ্যে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী তকি (Taki) পেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক (Misbah-ul-Haq)-এর শুভেচ্ছা বার্তা। আজ ৭ সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় মিসবাহ বলেন, “আসসালামু আলাইকুম তকি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য আমার শুভকামনা থাকবে। আপনি অনেক ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। আমার আশা ৯ সেপ্টেম্বর আপনি অনেক ভালো করবেন। সবাই আপনার সঙ্গে আছে। আমার তরফ থেকে অনেক দোয়া রইল। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।”
এবারের ডাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তকি। ঢাকা লিগে খেলা এবং জাতীয় স্পিন ক্যাম্পে অংশ নেয়া এ তরুণ ক্রিকেটার এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ১২ জন প্রার্থীর সঙ্গে।
ক্রীড়া সম্পাদক পদকে ঘিরেই তকিকে নিয়ে বেশ আলোচনা চলছে। গতকাল ৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় (Towhid Hridoy) এবং তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Sakib)-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
এর আগে নির্বাচনের শুরুতেই ক্রীড়া সম্পাদক প্রার্থী জহিন হোসেন জামিকে শুভেচ্ছা বার্তা পাঠান এই দুই জাতীয় দলের ক্রিকেটার। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তকি বলেন, *“জাতীয় দলের দুই ক্রিকেটার সরাসরি একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বার্তা দিয়েছেন। একজন খেলোয়াড় হিসেবে তাদের নিরপেক্ষ থাকা উচিত ছিল। ব্যক্তিগত পছন্দ থাকা স্বাভাবিক, তবে নির্বাচনী প্রক্রিয়ায় এমন প্রকাশ্য সমর্থন দেওয়া অনুচিত।”