শিক্ষার্থীদের ভোট বিপ্লবে অংশ নিতে আহ্বান ভিপি প্রার্থী আবিদের

জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান (Abidul Islam Khan) শিক্ষার্থীদের ভোট বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে টিএসসি ভোটকেন্দ্র পরিদর্শনে এসে তিনি বলেন, “নির্বাচন উপভোগ করছি। এবারের নির্বাচন অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি উৎসবমুখর হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, এ নির্বাচন হবে ভোট বিপ্লব।”

ভোটকেন্দ্র ঘুরে এসে আবিদ আরও জানান, এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি। তার আশাবাদ, শান্তিপূর্ণভাবেই পুরো ভোট গ্রহণ সম্পন্ন হবে।

তিনি মনে করেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এ সময় তিনি শিক্ষার্থীদের কাছে নিজের জন্য ভোট প্রার্থনাও করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *