শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে, অভিযোগ তিন ভিপি প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন শিবিরের পক্ষে কারচুপির অভিযোগে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা (Umama Fatema), ছাত্রদল (Jatiyatabadi Chhatra Dal)-এর সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম আবিদ এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের মনোনীত ভিপি প্রার্থী তাহমিনা আক্তার—এই তিনজনই অভিযোগ তুলেছেন যে আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূর্ণ করা ব্যালট ব্যবহার করে ভোটে কারচুপি করা হয়েছে।

অভিযোগের মধ্যে সবচেয়ে কড়া অবস্থান নিয়েছেন তাহমিনা আক্তার। তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে জানান, ‘‘আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং নানা কৌশলে জালিয়াতি চলছে। এটি একটি প্রহসনের নির্বাচন।’’ তিনি আরও যোগ করেন, ‘‘এই ভুয়া নির্বাচন আমরা বর্জন ও বয়কট করছি। শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি এবং সংশ্লিষ্ট সবার পদত্যাগ চাইছি। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’’

এর আগে উমামা ফাতেমা নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে বিতরণ করা হচ্ছে লিফলেট, যেখানে একদিকে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীর তালিকা, অন্যদিকে স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করা প্রার্থীদের নাম রয়েছে। তাঁর দাবি, ‘‘গুঞ্জন রয়েছে এই তালিকাই পোলিং বুথের টেবিলের নিচে রাখা হয়েছে।’’

অন্যদিকে আবিদুল ইসলাম আবিদ দুপুরের পর থেকেই কারচুপির প্রমাণ পেয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘‘আমি অমর একুশে হল কেন্দ্রে গিয়ে সরাসরি পরিস্থিতি দেখেছি। প্রমাণ পেয়েছি। এমনকি দায়িত্বপ্রাপ্তরাও স্বীকার করেছেন যে, ঘটনাটি ঘটেছে। রোকেয়া হলেও একই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।’’ তিনি জানান, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগপত্র দেওয়া হয়েছে।

অভিযোগের কারণে শঙ্কিত আবিদুল ইসলাম আবিদ বলেন, ‘‘আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছি। কিন্তু কারচুপির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এভাবে ছেড়ে দেওয়া যাবে না।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *