ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে করুণভাবে প্রাণ হারালেন সাংবাদিক তরিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হলে সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মী সাংবাদিকরা জানান, বেলা প্রায় দেড়টার দিকে অজ্ঞান হয়ে পড়ার পর দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের জানান, তরিকুল ইসলামের মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলেই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে।
তরিকুল ইসলাম চ্যানেল এসের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনের সময় তাঁর এই আকস্মিক মৃত্যু সাংবাদিক মহল ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।