তিন অভিযোগ নিয়ে ঢাবি প্রশাসনের কাছে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে দুপুরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি গেটে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েে এমন অভিযোগ করেন।

ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিনটি অভিযোগ তোলা হয়। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশ পথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ব্যপক উপস্থিতি, প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামায়াত সংশ্লিষ্ট এবং নির্বাচনে কারচুপি।

প্রশাসনের কাছে ছাত্রদলের মৌখিক অভিযোগ প্রদানের সময় উপস্থিত ছিলেন উপাচার্য নিয়াজ আহমেদ খানসহ সহ উপাচার্য, কোষাধ্যক্ষসহ সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *