রাস্তায় আঁকা যু’\দ্ধা’\পরা’\ধে দ’\ণ্ডি’\ত গোলাম আযমের ছবি কা’\লো কা’\লি দিয়ে ঢে’\কে দিল দু’\র্বৃ’\ত্তরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / University of Chittagong) উপ-উপাচার্যের বুদ্ধিজীবীদের নিয়ে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই রাস্তায় আঁকা যু’\দ্ধা’\পরা’\ধে দ’\ণ্ডি’\ত গোলাম আযম (Ghulam Azam)-এর প্রতিকৃতি ছবি কা’\লো কা’\লি দিয়ে ঢে’\কে দিয়েছে দু’\র্বৃ’\ত্তরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে এসব প্রতিকৃতি কা’\লো কা’\লি দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান শিক্ষার্থীরা। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে অজ্ঞাত দু’\র্বৃ’\ত্তরা এ কাজ করেছে।

জানা গেছে, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে উপ-উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খান (Shamim Uddin Khan)-এর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ এবং তার পদত্যাগের দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’ (All Party Student Unity)-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রদল (Chhatra Dal) ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল (Democratic Student Council)-এর নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে বিকেলে প্রশাসনিক ভবনের সামনে মা’\নবতা’\বি’\রো’\ধী অপ’\রা’\ধের দায়ে দ’\ণ্ডি’\ত গোলাম আযমের ছবি এবং উপ-উপাচার্যের প্রতিকৃতি আঁকেন শিক্ষার্থীরা।

প্রতিকৃতি অঙ্কনে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে উপ-উপাচার্যের বিরূপ মন্তব্যের প্রতিবাদ এবং তার পদত্যাগের দাবির প্রতীক হিসেবে এসব প্রতিকৃতি আঁকা হয়েছিল।’

এ বিষয়ে চাকসুর এজিএস ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান বলেন, ‘যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না, যারা গোলাম আযমের আদর্শকে ধারণ করে, তারা হয়তো কা’\লি দিয়েছে। কারও কোনো ছবি বা প্রতিকৃতি পছন্দ না হলে, সে এ ছবির বিপরীতে আরেকটি আঁকতে পারে। প্রশাসনের উচিত এ বিষয়ে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘কারা প্রতিকৃতিগুলো কা’\লো রঙে ঢে’\কে দিয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।’

বার্তা বাজার/এস এইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *