লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান (Tarique Rahman) নিজেই জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। একই সঙ্গে দেশে ফেরার সময় লন্ডন এয়ারপোর্টে তাকে বিদায় জানাতে যেন কেউ না যান—এমন অনুরোধও করেছেন বিএনপির এই শীর্ষ নেতা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপি (UK BNP) আয়োজিত ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রিয় ভাই ও বোনেরা, দীর্ঘ ১৮ বছর আপনাদের সঙ্গে সময় কাটিয়েছি। এই দীর্ঘ সময়ে নানা অনুষ্ঠান ও উপলক্ষে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে, গড়ে উঠেছে অগণিত স্মৃতি। সুখের পাশাপাশি আপনাদের সঙ্গে দুঃখ-কষ্টও ভাগ করে নিয়েছি।
তিনি বিশেষভাবে যুক্তরাজ্যে অবস্থানরত তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ইনশাল্লাহ আগামী ২৫ তারিখ আমি দেশে চলে যাচ্ছি। তাই সেদিন দয়া করে আপনারা কেউ এয়ারপোর্টে যাবেন না। কারণ সেখানে গেলে একটি হট্টগোল তৈরি হতে পারে, আর মানুষ সহজেই বুঝবে যে ভিড় করা সবাই বাংলাদেশি। এতে দেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
তারেক রহমান আরও বলেন, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নেবো তারা দল ও সর্বোপরি দেশের সম্মানের প্রতি যথাযথ মর্যাদা রেখেছেন। তার বক্তব্যে দলীয় শৃঙ্খলা ও দেশের ভাবমূর্তি রক্ষার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সবার কাছে নিজের এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (Khaleda Zia)-এর জন্য দোয়া কামনা করেন।


