ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান (Abidul Islam Khan) টিএসসি কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে শিক্ষকদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি ও তার অনুসারীরা। প্রবেশ করতে না পেরে ক্ষুব্ধ আবিদ ও তার সমর্থকরা ‘শিবির ভোট চোর’ স্লোগান দেন।
এর আগে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা দেওয়া হলে ভিপিপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা (Bin Yamin Molla) প্রতিবাদ জানান। একই সময়ে বাংলাদেশ ছাত্র পরিষদ (বাগছাস) কর্মীরাও ভোট কারচুপির অভিযোগ তুলে কেন্দ্রের সামনে অবস্থান নেন।
ছাত্রদল সমর্থিত প্রার্থীদের অভিযোগ, ভিপিপ্রার্থী সাদিক কায়েমকে গণনার সময় উপস্থিত থাকতে দেওয়া হলেও তাদের বাধা দেওয়া হচ্ছে। তারা দাবি করেন, গণনাকেন্দ্রে শিবিরের কর্মীরা অবস্থান করছেন। তাই ছাত্রদল নেতাকর্মী ও সাংবাদিকদেরও প্রবেশের সুযোগ দেওয়া উচিত।
কিন্তু প্রশাসন জানায়, গণনা চলাকালে কাউকে প্রবেশ করতে দেওয়া সম্ভব নয়। এ অবস্থায় আবিদ ও তার অনুসারীরা আপত্তি জানিয়ে শিক্ষক নাসিম বেগমের বিরুদ্ধে ভোট চুরির ষড়যন্ত্রের অভিযোগ আনেন। তারা রিটার্নিং কর্মকর্তাদের ‘শিবিরের দালাল’ ও ‘রাজাকার’ বলে স্লোগানও দেন। ফটকের ভেতরে ছিলেন শিক্ষকরা, আর বাইরে অবস্থান নেন ছাত্রদলের কয়েকশ নেতা-কর্মী।
এবারের ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন। মোট ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। ১৮টি হলে প্রতিটি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদে লড়াই করছেন আরও ১ হাজার ৩৫ জন প্রার্থী।
আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল এবার নির্বাচনে অংশ নিচ্ছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। উত্তেজনা ও অভিযোগের মধ্যে দিয়ে ভোট শেষে এখন গণনা কেন্দ্র নিয়েই মূল বিতর্ক জমে উঠেছে।