আজ ছাত্রসংসদ নির্বাচন হয়নি, ছাত্রদল-শিবির, জামায়াত-বিএনপির ক্ষমতা ভাগাভাগি হয়েছে: আব্দুল কাদের

ডাকসু নির্বাচনে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষিত হয়ে ক্ষমতার ভাগাভাগি হয়েছে বলে অভিযোগ করেছেন ভিপি প্রার্থী আব্দুল কাদের (Abdul Kader)। মঙ্গলবার রাতের এক ফেসবুক পোস্টে তিনি জানান, এই নির্বাচন আর ছাত্রসংসদ গঠনের প্রক্রিয়া ছিল না, বরং ছাত্রদল-শিবির এবং জামায়াত-বিএনপির মধ্যে ক্ষমতা বণ্টনের একটি চিত্র ফুটে উঠেছে।

তার অভিযোগে উঠে আসে, এ ক্ষমতা ভাগাভাগির কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, প্রভোস্ট ও ডিনরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। কাদেরের ভাষায়, যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, তারা আসন দখল করেছেন শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে। অথচ দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের স্বার্থকে পাশে সরিয়ে রেখে রাজনৈতিক দলের হয়ে সেবাদানের ভূমিকায় নেমেছেন তারা।

কাদের আরও তীব্র ভাষায় লিখেছেন, “ভিসি-প্রক্টর-ডিন-প্রভোস্ট সবাই শিক্ষার্থীদের রক্ত মাড়িয়ে চেয়ারে বসেছেন। আর সেই চেয়ারকে ব্যবহার করছেন রাজনৈতিক দলের গোলামী করার জন্য।” তার এই পোস্টের পর শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *