জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—এমন প্রার্থনা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (Md. Jahangir Alam Chowdhury)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা এখন আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। তার ভাষ্য অনুযায়ী, অন্যবারের তুলনায় এবারের ডাকসু নির্বাচন অনেক ভালো হয়েছে। একইসঙ্গে তিনি দাবি করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও এখন আগের চেয়ে ভালো রয়েছে।
জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতির কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জাতীয় নির্বাচনে ৮০ হাজার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র্যাব, আনসার এবং পুলিশ বাহিনী মাঠে থাকবে।
পাসপোর্ট অফিস পরিদর্শন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগে পাসপোর্ট করতে যে সময় লাগতো এখন তা কমে এসেছে। আরও কমিয়ে আনার জন্য কাজ চলছে। তিনি বলেন, নাগরিক সেবাকেন্দ্র চালু করা হয়েছে এবং আশা করা হচ্ছে, এখান থেকে সাধারণ মানুষ দ্রুত পাসপোর্ট পেতে পারবেন। তাছাড়া পাসপোর্ট প্রক্রিয়া সহজ করতে পুলিশ ভেরিফিকেশনও তুলে দেওয়া হয়েছে।
জনবল ঘাটতির প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য জনবলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে পাসপোর্ট অফিসেও যাতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।