পিরোজপুরের নাজিরপুরে রাজনীতির পালাবদল ঘটলো নতুন আঙ্গিকে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের এক দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কেন্দ্রীয় কমিটির সমাবেশে বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করা মোট ৩০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সমাবেশে তারা সহযোগী সদস্য হওয়ার ফরম পূরণ করে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই সময়ে আরও ৩০ জন নেতাকর্মী জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছেন।
জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে অন্যতম হলেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান (Al Amin Khan) এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইসরাফিল হাওলাদার (Md. Israfil Howlader)। তাদের এ সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক এবং পরিচালনা করেন মাওলানা আবু দাউদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী (Masud Saidi)। প্রধান আলোচক ছিলেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক, নাজিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মোসলেহ্ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সিফাতুল্লাহ বিন বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাফুজুর রহমান, উপজেলা শিবির সভাপতি মো. আবু হানিফ, সেক্রেটারি সাকিবুল ইসলাম প্রমুখ।
দল পরিবর্তনের কারণ জানাতে গিয়ে ইসরাফিল হাওলাদার বলেন, “আমি একজন মুসলমান, সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম কায়েম হোক। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামিক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বিএনপি থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। সারাজীবন ইসলামকে ধারণ করেই বাঁচতে চাই।”