জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে চলমান মতপার্থক্য নিরসনে আজ গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)। কমিশন সূত্র জানিয়েছে, রবিবার দুপুর আড়াইটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবে কমিশন। সেখানে সভাপতিত্ব করবেন কমিশন প্রধান এবং আলোচনায় সরাসরি অংশ নেবেন ইউনূস।
এর আগে গত বৃহস্পতিবারের সংলাপ শেষে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে জুলাই সনদের দ্রুত স্বাক্ষর এবং কার্যকর করার বিষয়ে নির্দেশনা দেন ড. মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছে, আজকের আলোচনার মূল লক্ষ্য সেই অচলাবস্থা কাটিয়ে বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া।