দীর্ঘ ১৮ বছর পর আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (Lutfozzaman Babar)। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২২ মিনিটে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী (Jahangir Alam Chowdhury)-এর সঙ্গে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাবর বলেন, “তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তার ফেরার ব্যাপারেও আজ আলোচনা হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, “দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে এস আলম গ্রুপের কর্ণধারের বৈঠককে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। একইসঙ্গে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।”
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। তবে উদ্বেগজনক কয়েকটি বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন বাবর।
বাবরের ভাষায়, “অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করছে, যা নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে। দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যে বৈঠক হয়েছে, সেটিও নির্বাচন বানচালের অংশ হতে পারে বলে আমাদের আশঙ্কা।”
দীর্ঘ বিরতির পর বাবরের এই সফরকে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বেও ছিলেন।