চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ জন সনাতন ধর্মাবলম্বী

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যতিক্রমী রাজনৈতিক ঘটনার জন্ম দিয়েছে ২৫ জন সনাতন ধর্মাবলম্বীর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা দলে যুক্ত হন।

এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক লতিফুর রহমান (Latifur Rahman), বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই ২৫ জন ব্যক্তি জামায়াতে যোগ দেন শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে। এই দলে আরও রয়েছেন—সুকুমার পরামানিক, শ্রী চন্দন দাশ, শ্রী সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল, মন্টু লাল চৌধুরীসহ আরও অনেকে।

জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে, অধ্যাপক লতিফুর রহমানের সঙ্গে দাওয়াতি কার্যক্রমে সক্রিয় যোগাযোগের মাধ্যমেই এই সদস্যরা দলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে অধ্যাপক লতিফুর রহমান বলেন, “বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে আমাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বীর মাঝে আমাদের দাওয়াত পৌঁছায় এবং তারা আমাদের প্রতি সমর্থন জানিয়ে সদস্য ফরম পূরণ করেন। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।”

স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাটি বেশ চমক সৃষ্টি করেছে। কারণ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিচিতি ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল হিসেবে, যেখানে মুসলিম ভোটারদের প্রভাব ও উপস্থিতি বেশি। ফলে সনাতন ধর্মাবলম্বীদের এই অংশগ্রহণকে অনেকেই দেখছেন দলটির সম্প্রসারণমুখী কৌশলের অংশ হিসেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *