রাজধানীর কাকরাইলে সংঘটিত হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘ চিকিৎসার পর অবশেষে হাসপাতাল ছাড়লেন নুরুল হক নুর (Nurul Haque Nur)। গণ অধিকার পরিষদের এই সভাপতি টানা ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ছাড়পত্র পান। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
উল্লেখযোগ্য যে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী। ঘটনাস্থল থেকেই সহকর্মীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
তৎকালীন মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রক্তে ভেসে যাচ্ছে নুরের মুখ থেকে বুক পর্যন্ত অংশ, নাক ফেটে গিয়েছে। তাকে স্ট্রেচারে করে বহন করে নিয়ে যাচ্ছেন দলীয় কর্মীরা। এর পরদিন সকালে ধীরে ধীরে চেতনা ফিরে পান নুর।
টানা দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পর অবশেষে তিনি হাসপাতাল ছাড়লেন, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।