চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (BAGCHAS)। ফলে এবারের নির্বাচনে সংগঠনটির পক্ষ থেকে কোনো প্যানেল দিচ্ছে না তারা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির চবি শাখার সদস্যসচিব আল মাশনূন।
আল মাশনূন জানান, বাগছাস কোনো প্যানেল দিচ্ছে না এবং সংগঠন হিসেবেও নির্বাচনে যাচ্ছে না। তবে ব্যক্তিগত উদ্যোগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাইলে কেউ অংশ নিতে পারবেন। এর আগের দিন রাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমাকে এত ভয় পাওয়ার দরকার নাই, আমি চবি মিনি ক্যান্টনমেন্ট এস্টাবলিশমেন্টের জন্য একটা বড় সমস্যা— এটা আমি বুঝি। ভাগাভাগির ইলেকশনে আমি দাঁড়াচ্ছি না, তাই এত প্যারা খাওয়ার দরকার নাই।”
সংগঠনটির চবি শাখার সহ-মুখপাত্র নওশীন তাবাসসুম যূথী জানান, সিনিয়র নেতারা নির্বাচনে আগ্রহী নন। তাই কেন্দ্রীয় এবং চবি বাগছাসের সম্মিলিত সিদ্ধান্তে এবারের নির্বাচনে কোনো প্যানেল দেওয়া হচ্ছে না। তবে তিনি বলেন, অনেকেই স্বতন্ত্রভাবে মনোনয়ন ফরম নিয়েছেন, চাইলে তারা অন্য কোনো প্যানেলে যোগ দিতে পারেন।
এদিকে সদ্য বহিষ্কৃত নেতা রাশিদুল হক দিনার ভিন্ন মত প্রকাশ করেছেন। তিনি বলেন, “ডাকসু নির্বাচনে বাগছাসের প্রার্থীরা যোগ্যতার অভাবে একটি পদেও জয়লাভ করতে পারেনি। চবি বাগছাসের কমিটিতেও যোগ্যদের চেয়ে অযোগ্যদের সংখ্যাই বেশি। তাই হয়তো হীনমন্যতা থেকে তারা নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে সংগঠন হিসেবে অংশ নেওয়া উচিত ছিল।”