জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)। আগামী ২২শে সেপ্টেম্বর তিনি ঢাকা ছাড়বেন এবং ২৬শে সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন।
এই সফরে তাকে সঙ্গ দিচ্ছেন চারজন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir), জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, জাতীয় সমাজতান্ত্রিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সফরসূচি ও সফরসঙ্গীদের নাম প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন (M. Touhid Hossain)। তিনি জানান, ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা ইউনূস এবং তার সঙ্গে থাকা রাজনৈতিক নেতারা।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নিয়ে আলোচনার পরিবেশ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিদের অংশগ্রহণ রাজনৈতিক মহলে কৌতূহলের জন্ম দিয়েছে।