আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী শেষ পর্যন্ত ইসলামী দলগুলোর সমর্থন ধরে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান (Dr. Zahed Ur Rahman)। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ মন্তব্য করেন।
জাহেদ উর রহমান বলেন, জামায়াত এখন চেষ্টা করছে নির্বাচনে পিআর পদ্ধতির নামে যত বেশি দলকে সম্ভব পাশে রাখা। কিন্তু শেষ পর্যন্ত ইসলামিস্ট দলগুলোও তাদের সঙ্গে থাকবে না বলে তিনি মনে করেন।
তিনি উল্লেখ করেন, আটটি দলের সঙ্গে থাকার কথা থাকলেও এর মধ্যে তিনটি দল—এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও এনসিপি—এখন জামায়াতের সঙ্গে নেই। এই দলগুলোকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, “এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল।”
ইতিহাসের প্রসঙ্গ টেনে বিশ্লেষক বলেন, “জামায়াত সবসময় গুরুত্বপূর্ণ মুহূর্তে অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে। ১৯৪৭ সালে যখন এই ভূমির মানুষ পাকিস্তান চাইছিল, তারা ভারতের পক্ষে ছিল। ১৯৭১ সালে যখন এ দেশের মানুষ স্বাধীনতা চাইছিল, তারা পশ্চিম পাকিস্তানের পক্ষে থেকে অপরাধ করেছে।”
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনকে তিনি বৈধ আন্দোলন হিসেবে দেখেন এবং এ দাবিতে জামায়াতের অংশগ্রহণকে সমর্থন করেন। তবে নির্বাচনী প্রচারণায় তাদের কৌশলকে তিনি গুরুতর ভুল বলে মনে করেন। তার মতে, নিম্নকক্ষের আসনে পিআর পদ্ধতির দাবি নিয়ে তারা যেভাবে মাঠে নেমেছে, তা শেষ পর্যন্ত তাদের বিপরীতে যাবে।
জাহেদ উর রহমানের ভাষায়, “এটা হবে না। তারা এটা নিয়ে এত বেশি কথা বলেছে যে এখন আর পিছু হটার পথ নেই। এর ফলে তাদের জন্য রাজনৈতিক দুর্যোগ বয়ে আনবে। যদি এটা তারা নির্বাচনী কৌশল হিসেবে করে থাকে, তবে এটা হবে মারাত্মক ভুল কৌশল।”