নাম উল্লেখ না করলেও জামায়াতের সাথে কেন জোট করা যাবে না , স্পষ্ট কারন জানিয়ে দিলেন হেফাজত আমির

হেফাজতে ইসলাম বাংলাদেশ (Hefazat-e-Islam Bangladesh)-এর আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী স্পষ্ট করে বলেছেন, আগামী নির্বাচনে এমন কারও সঙ্গে কোনোভাবেই জোট গঠন করা যাবে না, যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে পূর্বসূরিরা বারবার সতর্ক করে গেছেন। তিনি জোর দিয়ে বলেন, কেবল সহি আকিদার ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ইসলামের ক্ষতি হতে পারে—এমন কোনো শক্তির সঙ্গে হাত মেলানো চলবে না।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (Jamiat Ulamaye Islam Bangladesh)-এর উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী স্পষ্ট করে বলেন, “যারা ইসলামের ক্ষতির কারণ হবে, তাদের সঙ্গে ঐক্য নয়; তাদের বিষয়ে আমাদের আকাবিরে কেরাম সতর্ক করে গেছেন, এমনকি তাদের ভ্রান্ত আকিদা নিয়ে বহু গ্রন্থও রচনা করেছেন। তাই এসব ভ্রান্তপন্থী দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না।”

আলেমদের উদ্দেশে তিনি আরও সতর্ক করে বলেন, “ইলমে ওহি ও ইসলাম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে। এ দেশের দাওয়াতি কাজ, তাবলিগ এবং মসজিদ-মাদরাসার কোনো ক্ষতি যাতে না হয়, সেদিকেও দৃষ্টি রাখতে হবে।”

সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, দেশের ইসলামি শক্তি নিজেদের মধ্যে ঐক্য গড়ে না তুলে বরং বাইরের শক্তির সঙ্গে জোটের চেষ্টা করছে। তার ভাষায়, “আমরা ‘ইত্তেহাদ বাইনানা’ (নিজেদের মধ্যে ঐক্য) না করে ‘ইত্তেহাদ মা’আ গাইরিনা’ (অন্যদের সঙ্গে ঐক্য) গড়ে তোলার চেষ্টা করছি, যা ভুল পথ।”

জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী এবং বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দেশের শীর্ষ আলেমরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *