বগুড়ায় গরু ও ছাগলের চামড়া প্রক্রিয়াজাত করার কাজে ব্যবহৃত লবণ দিয়ে ভেজাল বিট লবণ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (Directorate of National Consumer Rights Protection)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শহরের দক্ষিণ ফুলবাড়ী এলাকায় অভিযানে গিয়ে ৬০ বস্তা ভেজাল লবণ জব্দ করে তা ধ্বংস করা হয়। এসময় কারখানার মালিক কবির হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, সম্প্রতি বিভিন্ন বাজারে অস্বাস্থ্যকর বিট লবণ বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের উৎস অনুসন্ধান করতে গিয়ে শিববাটি সেতুর কাছে এই ভেজাল লবণ তৈরির তথ্য পাওয়া যায়।
অভিযানে দেখা যায়, কারখানার মালিক চামড়ার লবণ গুঁড়ো করে তাতে কৃত্রিম রং মিশিয়ে তা বাজারে বিট লবণ হিসেবে বিক্রি করছেন। সহকারী পরিচালক আরও জানান, শিল্প লবণ কেজিপ্রতি ১০ টাকা দরে কিনে তা গুঁড়ো করার পর ২৫ টাকা দরে বিট লবণ হিসেবে বিক্রি করা হচ্ছিল। মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই ভেজাল পণ্য তৈরি ও বাজারজাত করায় মালিককে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ৬০ বস্তা লবণ ধ্বংস করা হয়েছে।
অভিযানে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) (Consumers Association of Bangladesh) বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।