তালেবানের আমন্ত্রতে মামুনুল হকসহ সাত আলেমের আফগানিস্তান সফর

ইমারাত এ ইসলামিয়ার বা তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (Maulana Mamunul Haque) সহ দেশের শীর্ষস্থানীয় সাতজন আলেম। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে আলেমদের এই প্রতিনিধিদল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিনিধিদলে মামুনুল হকের পাশাপাশি রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে আলেমদের এই দল তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ ওলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। বিশেষ করে মানবাধিকার ও নারী অধিকার নিয়ে পশ্চিমা বিশ্বে যে সমালোচনা রয়েছে, তার বাস্তব অবস্থা সরাসরি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাদের।

এছাড়া দুই দেশের আলেমদের সম্পর্কোন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোসহ নানা বিষয় আলোচনায় অগ্রাধিকার পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সফরকালে তারা সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেও যাবেন।

এর আগে ১৪ সেপ্টেম্বর মামুনুল হকসহ প্রতিনিধি দল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। ওমরাহ শেষ করে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে কাবুলে পৌঁছান। বাংলাদেশ খেলাফত মজলিসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার কয়েকটি দেশ সফরের পরিকল্পনা রয়েছে মামুনুল হকের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *