পিআর পদ্ধতি চালু হলে দেশে নতুন স্বতন্ত্র লীগ গড়ে উঠবে : আবু নাসের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ দাবি করেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর ভোটপদ্ধতি কার্যকর হলে এর সবচেয়ে বড় সুবিধা ভোগ করবে আওয়ামী লীগ। তার মতে, এ ব্যবস্থার ফলে দেশে নতুন করে একটি স্বতন্ত্র লীগ গড়ে উঠবে, যা রাজনৈতিক ভারসাম্যের জায়গায় আবারও ফ্যাসিবাদী প্রভাবকে শক্তিশালী করবে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আলোচনায় আবু নাসের বলেন, “পিআর পদ্ধতি আসলে আওয়ামী লীগের জন্যই দরকার। যদি স্বাধীন বা স্বতন্ত্র লীগ না-ও গড়ে ওঠে, তাহলেও আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও পছন্দের বহু নিবন্ধিত রাজনৈতিক দল আছে। সেই নিবন্ধন কি বাতিল করে দেওয়া হবে? যদি তা না হয়, তবে কেন ফ্যাসিবাদের বিরুদ্ধে এত বক্তব্য দেওয়া হচ্ছে? আসলেই জনগণের ওপর আস্থা রাখার জায়গা হারিয়েছে সরকার।”

তিনি আরো উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতি চালুর দাবিতে ইতোমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল রাজপথে আন্দোলন শুরু করেছে। এই প্রসঙ্গে আবু নাসের বলেন, “যে দাবিগুলো নিয়ে আপনারা আন্দোলন করছেন, সেগুলো কি আলোচনার মধ্যেই শেষ হয়ে গেছে? এখনো ঐকমত্য কমিশনের সামনে আলোচনার সুযোগ রয়েছে। তবে রাজপথে কর্মসূচির মাধ্যমে কমিশনকে চাপ সৃষ্টি করা হচ্ছে। আপনি নাম দিলেন ঐকমত্য কমিশন, অথচ সেখানে জোর করে ঐকমত্য আদায়ের চেষ্টা করা হচ্ছে। এটাও এক ধরনের ফ্যাসিবাদী আচরণ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *