পিআর ব্যবস্থা নিয়ে গণভোটের দাবি জামায়াতের

সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু না করলে দেশে আবারও ফ্যাসিবাদী সরকার জন্ম নেবে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন মিয়া গোলাম পরওয়ার (Mia Golam Porwar)। বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই সতর্কতা উচ্চারণ করেন জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। এসময় তিনি পিআর পদ্ধতি নিয়ে গণভোটেরও জোর দাবি জানান।

বক্তৃতায় তিনি অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন ছাড়াই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, “কোনো চাপের মধ্যে পড়ে সরকার শুভঙ্করের ফাঁকি দিচ্ছে।” জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষিত জুলাই সনদকে উল্লেখ করে তিনি বলেন, এতে বিশেষ দলের বিশেষ আকাঙ্ক্ষা স্থান পেয়েছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে যায়নি।

তিনি আরও স্পষ্টভাবে জানান, জুলাই সনদকে সংবিধানিক ভিত্তি না দিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। বাংলাদেশের মানুষ আরেকটি হাসিনা জন্ম নিতে দেবে না। আরেকটি ফ্যাসিবাদ জন্ম নিতে দেবে না।”

পিআর ব্যবস্থা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “জরিপে দেখা যাচ্ছে, দেশের ৭০ শতাংশ মানুষ পিআরের পক্ষে। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩১টি দলের মধ্যে ২৫টি দলও পিআরের সমর্থন দিয়েছে। অথচ সরকার বলছে, পিআর মানে কী—তা জনগণ বোঝে না। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি—গণভোট দিন। দেখা যাক, জনগণ পিআরের পক্ষে না বিপক্ষে।”

তিনি প্রশ্ন ছুড়ে বলেন, “জনগণ যদি পিআর মানে, তাহলে আপনাদেরও মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে যায়, আমরা জামায়াতে ইসলামী তা মেনে নেব। তাহলে কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন?”

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর মতে, আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে অংশীদারিত্বের ভিত্তিতে যদি কালো টাকা ও পেশীশক্তিমুক্ত একটি কোয়ালিটি পার্লামেন্ট গড়ে ওঠে, তাহলে আর কোনো সরকার সংখ্যাগরিষ্ঠতার দম্ভে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *