চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালদা গ্রুপের চেয়ারম্যান সরওয়ার আলমগীর (Sarwar Alamgir) অভিযোগ করেছেন, ভারতের দিল্লি কৌশলে জামায়াতে ইসলামীর সামনে প্রলোভন হিসেবে ‘মূলা’ ঝুলিয়ে দিয়েছে এবং দলটি সেই ফাঁদে পা দিয়েছে। তার মতে, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি—এ সবই ভারতের নীলনকশার অংশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকের মূল প্রতিপাদ্য ছিল—‘আগামীর রাষ্ট্র গঠনে জনগণের প্রত্যাশা, দাবি ও দুর্ভোগের কথা শোনা’।
সভায় সরওয়ার আলমগীর বলেন, “আমি এমপি হই বা না হই, যদি দেশনায়ক তারেক রহমান (Tarique Rahman) প্রধানমন্ত্রী হন, তবে ফটিকছড়ির কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করব।”
স্থানীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা এম এ মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বাবু মিহির চক্রবর্তী, নাজিম উদ্দিন শাহীন, আবু আজম তালুকদার, শাহারিয়ার চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, বেলাল উদ্দিন, রাকিবুল হক চৌধুরী রুবেল লিটু, আজম, শফিউল আলম, বিপ্লব গণি চৌধুরী, ওসমান, সামসুদ্দিন, মালেক, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, নুরুল আলম, মহিন উদ্দিন মেসি, মোজাম্মেল ও মোহাম্মদ শাহেদ।