আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-১৩) আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো করে তুলছেন জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)-এর আমীর ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)। শুক্রবার তিনি এ আসনের মিরপুর-১৩ নম্বর এলাকায় গণসংযোগে অংশ নেন।
দিনের কর্মসূচিতে তিনি জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা ও জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। পরে নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন জামায়াতের আমীর।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তাসলিম, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য মো. শহিদুল্লাহ, মিরপুর পূর্ব থানা আমীর শাহ আলম তুহিন, কাফরুল উত্তর থানা আমীর রেজাউল করিম মাহমুদ, থানা নায়েবে আমীর মো. আলাউদ্দিন এবং থানা সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানসহ স্থানীয় নেতারা।