রুমি আহমেদ (Rumi Ahmead), ব্লগার, লেখক, শিক্ষক এবং যুক্তরাষ্ট্রের ইউটি অস্টিনের ডেল মেডিকেল স্কুলের বিশেষজ্ঞ চিকিৎসক ও অধ্যাপক—সম্প্রতি একটি ফেসবুক পোস্টে তুলে ধরেছেন এক গভীর নৈতিক ও রাজনৈতিক সংকটের চিত্র। তিনি তার লেখায় একটি ভয়াবহ ঘটনার মাধ্যমে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, নৈতিক অবক্ষয় এবং ক্ষমতার ঔদ্ধত্যকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেছেন। তার ভাষ্য পাঠকের সামনে একটি চরম বাস্তবতা মেলে ধরে, যেখানে ক্ষমতা আর মূল্যবোধের দ্বন্দ্ব ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে।
সেই দেশে একটা রাজনৈতিক দল এর টপ লিডার দেশের একজন সিনিয়র মন্ত্রীর বাসা থেকে সেই মন্ত্রীর বালিকা মেয়ের পোষা ছাগলের বাচ্চা চুরি করে এনে – পাশের বাড়িতে নিজ দল এর আরেক মন্ত্রীর বাড়িতে নিয়ে এসে বটি দিয়ে জবাই করে ওই শিশু ছাগল টিকে হত্যা করে এবং সারারাত ধরে রান্না করে ওই ছাগলটির মাংস দিয়ে পার্টি করে – সেই দেশের ভবিষ্যত আর মোরাল, এথিকাল, মানবিক গুণাবলীর স্ট্যান্ডার্ড নিয়ে উচ্চ আশা না থাকাই ভালো!
এনসিপির নেতাদের এই যে এরোগেন্স, দেখছে সিসিটিভি তে রেকর্ড হচ্ছে – এবং এর এই সিসি টিভি ক্যামেরার দিকে তাকিয়ে ভেংচি কাটছে – কোন ভয় নাই – কারণ প্রফেসর ইউনুস আছেন; উনি এদের কে মবক্রেসির ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেসেন!
যখন রাস্তার টোকাই মন্ত্রী হয়ে যায় – তারা বুঝতে পারে না এখন আর টোকাই আচরণ করা যাবে না! আর রাস্তার টোকাই রা এই ধরণের অবুঝ শিশু গবাদি পশু – পেট এনিমেল এর উপর অনেক কেয়ারিং! এরা নিজেরা না খেয়ে হলেও রাস্তার কুকুর গুলোকে খাওয়ায়!
এনসিপির পক্ষ থেকে এরা বড় বড় কথা বলে, আইনের শাসনের কথা বলে – কিন্তু একটা ছাগ শিশু কে ধার ছাড়া বটি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করতে এদের মায়া ও লাগলো না!