খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখা (Anti-Discrimination Student Movement Khulna District)-এর সাবেক সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পিকে ৫০ লাখ টাকা না দিলে ৭২ ঘণ্টার মধ্যে হত্যা করা হবে—এমন ভয়াবহ হুমকি পেয়েছেন তিনি ও তার পরিবার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫৭ মিনিটে বাপ্পির বাবা মো. লাভলু গাজীকে হোয়াটসঅ্যাপে কল করে অজ্ঞাত ওই দুর্বৃত্ত এই ভয়াবহ শর্ত জানায়।
এ ঘটনায় সাজিদুল ইসলাম (Sajidul Islam) শনিবার (২০ সেপ্টেম্বর) খুলনার মহানগরীর খান জাহান খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, অপরিচিত ব্যক্তি তার বাবার হোয়াটসঅ্যাপে +60 10-712 5217 নম্বর থেকে ফোন করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা পৌঁছে দিতে বলেছেন; অন্যথায় ৭২ ঘণ্টা পর ছেলের লাশ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই কায়দায় তাঁকে আরিফ ও মাহাবুবের মতো করে হত্যা করা হবে—এমন কথাও বলা হয়েছিল, যদিও হুমকিদাতারা তাদের পরিচয় জানাননি।
সাজিদুল ইসলাম বাপ্পি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ওই নম্বর থেকে পরবর্তী একটি কল আসে, তবে পরে তারা আর কল রিসিভ করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাপ্পি লিখেছেন, ‘ক’দিন আগেও আমরা যে রাষ্ট্রের নিরাপত্তা দিয়েছি, আজ সেই রাষ্ট্রের কাছেই নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে আকুতি।’ এই বাক্যটিতে ব্যক্তিগত নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার মধ্যে তীব্র হতাশা লক্ষ্য করা যায়।
কেসটি তদন্তে খান জাহান খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিনুজ্জামান বলেন, মন্তব্য করেছেন যে, সাজিদুল ইসলামের প্রাণনাশের হুমকিদাতার পরিচয় তথ্যপ্রযুক্তির সাহায্যে শনাক্ত করার চেষ্টা চলছে এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। থানায় দায়ের করা জিডি ও কললগ মোতাবেক আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পেছনের প্রতীয়মান কারণ ও সম্ভাব্য হুমকিদাতাদের চিহ্নিত করতে কাজ করছে বলে ওসি জানিয়েছেন।
ঘটনাটি খুলনা প্রশাসন ও সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের নজরে আসায় নিরাপত্তা চাহিদা ও বহুপাক্ষিক অনুসন্ধান তৎপরতা দুইই বাড়িয়েছে। বাপ্পি ও তাঁর পরিবার এখনই নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি জানানোর পাশাপাশি, সোশাল মিডিয়ায় নিজের ভীতি ও রাষ্ট্রের প্রতি আহ্বানও ব্যক্ত করেছেন—যা এই ঘটনার নৈতিক ও সামাজিক প্রাসঙ্গিকতাকে বাড়িয়ে দিয়েছে।