বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (Shahid Uddin Chowdhury Annee) ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে কলেজে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীরাই ছাত্র নেতৃত্বে আসবেন। অন্য কোনো বাহিরের ব্যক্তিকে ছাত্র সংগঠনের নেতৃত্বে চাপিয়ে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করে দেন।
রোববার দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এ ঘোষণা দেন। ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, নতুন প্রজন্মের আবেগ-অনুভূতি ও চিন্তাধারাকে ধারণ করেই নেতৃত্ব দিতে হবে। তাদের মনের কথা ও বক্তব্যকে সম্মান করে সেই ভিত্তিতে সংগঠন পরিচালনা করলে ছাত্রদল আরও উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ্যানি বলেন, ছাত্রের প্রকৃত বন্ধু ছাত্রই হয়, আর ছাত্রীর প্রকৃত সঙ্গী ছাত্রীই হয়। তাই ভবিষ্যতের নেতৃত্ব আসবে শুধু ক্যাম্পাসের ভেতর থেকে। যদি এর বাইরে থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়, নতুন প্রজন্ম তা মেনে নেবে না। তিনি জোর দিয়ে বলেন, “এ জেলায় প্রতিটি কলেজে এখন থেকে যারা নিয়মিত শিক্ষার্থী, তারাই ছাত্র নেতৃত্ব দেবে”—এ প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করছেন।
তিনি আরও বলেন, বিএনপি কোনো সময় প্রজন্মের বাইরে গিয়ে চিন্তা করেনি। শিক্ষার্থীরা নিজেরাই আন্দোলনের সামনের সারিতে দাঁড়িয়েছে। তারা শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, কিন্তু পিছপা হয়নি। এমনকি হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হলেও তারা রাস্তায় টিকে থেকেছে। তাদের লক্ষ্য স্পষ্ট—একটি নতুন বাংলাদেশ গড়া, নতুন রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারার পথ তৈরি করা।
দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন এবং সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া প্রমুখ।