দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে ভারতে পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুঁড়া চাল

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে বিশেষ উপহার পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs)। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল নিয়ে একটি পিকআপ ভ্যান প্রবেশ করে ভারতের আগরতলা স্থলবন্দরে। পরে এই চালগুলো ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে বলে জানা গেছে।

এর আগে সকালে ‘চাষী’ ব্র্যান্ডের চিনিগুঁড়া চালভর্তি পিকআপ ভ্যান প্রথমে আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। সেখানে সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল প্রয়োজনীয় কাস্টমস ছাড়পত্রের প্রক্রিয়া সম্পন্ন করে।

সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া (Rajib Bhuiya) জানান, “পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠানো হয়েছে। এগুলো হাইকমিশনের মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে প্রদান করা হবে।”

এ বিষয়ে আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশে সব প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত ছাড়করণ করা হয়েছে।”

প্রসঙ্গত, দুর্গাপূজা উপলক্ষে এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। প্রতিবছরই দুই দেশের মধ্যে নানা ধরনের পণ্য উপহার হিসেবে বিনিময় হয়ে থাকে, যা পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *