বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ তিন ইউপি সদস্য

দিনাজপুরের ঘোড়াঘাটে একসঙ্গে বিএনপিতে যোগ দিলেন তিনজন ইউনিয়ন পরিষদ সদস্য, যাদের মধ্যে একজন সাবেক জামায়াত নেতা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আয়োজনকে ঘিরেই এই আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন-এর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

দলটিতে নতুনভাবে যুক্ত হওয়া তিন ইউপি সদস্য হলেন—২নং ওয়ার্ডের সদস্য ও সাবেক জামায়াত নেতা ওহিদুরজ্জামান বাবু, ৩নং ওয়ার্ডের সদস্য সোনামিয়া মোল্লা এবং ৮নং ওয়ার্ডের সদস্য মফিজুল হক। তারা সবাই উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। এছাড়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

যোগদানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইউপি সদস্য ও সাবেক জামায়াত নেতা ওহিদুরজ্জামান বাবু বলেন, তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিংড়া ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে তাকে ইউনিয়নের সেক্রেটারি করা হয়। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে জামায়াতের কেউ তার খোঁজখবর নেননি। সেই অভিজ্ঞতার পর বিএনপিকে ভালোবেসে তিনি এই দলে যোগ দিয়েছেন। তার ভাষায়, “আমার ওয়ার্ডে বিএনপিকে শক্তিশালী করার জন্য আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করব। আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে সর্বোচ্চ চেষ্টা চালাব।”

তবে এই যোগদানকে ঘিরে ভিন্নমতও উঠে এসেছে। সিংড়া ইউনিয়ন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী দাবি করেন, ওহিদুরজ্জামান বাবুকে ২০১৪–১৫ সালের দিকে সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকে তিনি শুধু একজন সমর্থক হিসেবেই থাকতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *