রাজধানীর শেরে বাংলা নগর, তেজগাঁও ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ (Awami League) ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (DMP)। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় হঠাৎ অভিযানে ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ককটেল ও মিছিলের জন্য প্রস্তুত করা ব্যানারও উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে অধিকাংশই ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ জেলা থেকে ঢাকায় এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, নির্বাচনের আগে রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজকের মিছিলও সেই পরিকল্পনার অংশ ছিল, তবে গোয়েন্দা পুলিশের তৎপরতায় তা নস্যাৎ করা হয়েছে। তার ভাষায়, “রাজধানীকে অশান্ত করার সব অপচেষ্টা প্রতিহত করতে আমরা সর্বদা প্রস্তুত।”
তিনি আরও জানান, ডিএমপির ধারাবাহিক অভিযানে এর আগেও পাঁচ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর নিরাপত্তা রক্ষায় পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ কাজে সাধারণ নগরবাসীও সহযোগিতা করছেন।
রাজধানীবাসীর উদ্দেশ্যে অতিরিক্ত কমিশনার আহ্বান জানান, বাসা, হোটেল বা অন্য কোনো স্থাপনায় যদি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান টের পান, তবে পুলিশকে দ্রুত জানানোর জন্য। এতে তাদের কার্যক্রম দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে।
গ্রেপ্তার ব্যক্তিরা দুর্গাপূজা উপলক্ষ্যে মিছিলের পরিকল্পনা করছিল কি না—এমন প্রশ্নে নজরুল ইসলাম জানান, এ ধরনের কোনো তথ্য তাদের হাতে নেই। বরং নির্বাচনের প্রাক্কালে নতুনভাবে সক্রিয় হয়ে এসব নেতাকর্মী রাজধানীতে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে।