জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)-এর বক্তব্য শুরু হতেই এক নাটকীয় দৃশ্যের সৃষ্টি হয়। গাজায় চলমান গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের পুনরাবৃত্তি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অসংখ্য কূটনীতিক হঠাৎ করেই হল ত্যাগ করেন।
নেতানিয়াহু মঞ্চে উঠতেই একের পর এক প্রতিনিধি আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে দ্রুত বাইরে চলে যান। এতে মুহূর্তের মধ্যেই পুরো কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত বছরও একই ধরনের ওয়াক আউটের সাক্ষী হয়েছিল সাধারণ পরিষদ, আর এ বছর যেন তার পুনরাবৃত্তিই ঘটল।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল (Times of Israel) জানিয়েছে, এই প্রতিবাদ শুধু আরব ও মুসলিম দেশের প্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আফ্রিকার কয়েকটি রাষ্ট্রের কূটনীতিক এবং ইউরোপের কয়েকজন প্রতিনিধি একই সঙ্গে বেরিয়ে গিয়ে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানান।
ওয়াক আউটের ফলে একসঙ্গে অনেক কূটনীতিক হলে থেকে বেরিয়ে যাওয়ায় বেরোনোর পথে দীর্ঘ সারি তৈরি হয়। পুরো ঘটনাটিই পরিষদের ভেতরে এক ধরনের প্রতীকী বার্তা পৌঁছে দেয়—নেতানিয়াহুর বক্তৃতা যে অনেক দেশের কাছেই অগ্রহণযোগ্য, তা স্পষ্ট করে দেখাতে চেয়েছেন তারা।