জামায়াতের পিআর দাবিতে কটাক্ষ জোনায়েদ সাকির

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি (Jonayed Saki) সরাসরি সমালোচনা করলেন জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)-কে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দলটি জাতীয় সংসদের জন্য পিআর পদ্ধতির দাবি তুলেছে, অথচ ঐকমত্য কমিশনে নিম্নকক্ষে পিআর পদ্ধতির কোনো প্রস্তাবই ছিল না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার নবম সম্মেলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সাকি। তিনি বলেন, “জামায়াত যে পদ্ধতিটি দাবি করছে, সেটা হলো ৩০০ আসনেই পিআর। এর মানে এখানে কোনো প্রার্থীর প্রয়োজন নেই। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের মতো একজন নেতা, একটি প্রতীক, একটি দলের নামে ভোট হবে। যে দল যত ভোট পাবে, সেই অনুযায়ী দল মনোনয়ন দেবে। এটা মোটেও জনগণের প্রতিনিধিত্বমূলক প্রক্রিয়া নয়।”

তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন সংস্কার এখন সময়ের দাবি। সংস্কারের চূড়ান্ত রূপ দিতে হলে আগে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। অতীতে কোনো একক দল অভ্যুত্থান ঘটায়নি; ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সব রাজনৈতিক দল, এমনকি দলমত নির্বিশেষে সাধারণ মানুষও যুক্ত হয়েছিলেন—অনেকে জীবনও দিয়েছেন।

সাকি সতর্ক করে বলেন, “যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায়, কেউ একক কর্তৃত্ব কায়েম করার চেষ্টা করে, তবে রাষ্ট্রে আবার অন্ধকার নেমে আসবে। আমরা নির্বাচন চাই, এবং ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে।”

ছাত্র ফেডারেশনের নতুন জেলা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, ছাত্র ফেডারেশনের সদ্য সাবেক জেলা সভাপতি ফারহানা মানিক মুনা এবং সাবেক সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *