২৯ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর এখন জামায়াতের পাশে: প্রিন্সের সমালোচনা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স (Syed Emran Saleh Prince) বলেছেন, দীর্ঘ ২৯ বছর ধরে আওয়ামী লীগকে হাতপাখা দিয়ে বাতাস করা এক পীর সাহেব এখন জামায়াতের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। অথচ এর আগে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন— “যেখানেই জামায়াতের বিষ লাগবে, সেটি ধ্বংস হয়ে যাবে।”

প্রিন্স বলেন, “আজ সেই পীর সাহেব নিজেই জামায়াতের সঙ্গে ঐক্য করেছেন। নিজের শরীরে জামায়াতের বিষ মেখে তিনি নিজের ঘোষণাই ভুলে গেছেন, নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন। ক্ষমতার মোহে এখন তার কাছে জামায়াতের বিষ অমৃতের মতো হয়ে গেছে।”

শনিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় একটি দাখিল মাদরাসা মিলনায়তনে উপজেলা মৎস্যজীবী দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। বিকালে তিনি ধোবাউড়া উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে অংশ নেন। এরপর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন করেন।

দিনের শুরুতে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) (Bangladesh Garo Chhatra Sangathan) নেতারা প্রিন্সের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং নিজেদের সমস্যা তুলে ধরেন। এরপর তিনি গোয়াতলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়িঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং সহযোগিতার আশ্বাস জানান।

ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক মিজানুর রহমান মনিক, আর সঞ্চালনা করেন সদস্য সচিব শামীম মিয়া। সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আলী সাকিব। বক্তব্য দেন ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হক।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মিজানুর রহমান মনিক সভাপতি, শামীম মিয়া সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম সিনিয়র সহসভাপতি, আব্দুস শহীদ তালুকদার সহসভাপতি এবং সাইফুল ইসলাম বুলবুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *