৪৬ পূজামণ্ডপে খালেদা জিয়ার আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী এবং ফেনী-১ আসনের সর্বাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বেগম খালেদা জিয়া-এর পক্ষ থেকে ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার মোট ৪৬টি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে দেওয়া হয়, যা মোট ৪ লাখ ৬০ হাজার টাকায় দাঁড়ায়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফুলগাজীর দক্ষিণেশ্বর কালী মন্দির প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। দক্ষিণেশ্বর কালী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কান্তি দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাগফাই গ্রুপের চেয়ারম্যান মজুমদার আরিফুর রহমান। তিনিই আনুষ্ঠানিকভাবে এ অনুদান তুলে দেন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল মজুমদার গোলাপসহ তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, “ধর্ম যার যার, উৎসব সবার”— এই মন্ত্রেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বদা বিশ্বাসী। সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্য ও সহমর্মিতা ভাগ করে নেওয়ার জন্যই তার পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়েছে। তারা এটিকে শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং শুভেচ্ছা ও ভালোবাসার প্রতীক হিসেবে আখ্যা দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *