জামায়াতের উত্থান নিয়ে খোলামেলা মন্তব্য করলেন মির্জা ফখরুল

নিউইয়র্কে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় সরাসরি মত প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। বিএনপি মহাসচিবের মতে, জামায়াতে ইসলামি সাম্প্রতিক সময়ে লাইম লাইটে উঠে এলেও জনগণের কাছে তেমন কোনও শক্তিশালী প্রভাব বিস্তার করতে পারেনি।

তার ভাষায়, সংগঠন হিসেবে জামায়াত যথেষ্ট শক্ত এবং সুসংগঠিত হলেও তাদের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “জনমনে তারা জায়গা করে নিতে পারেনি। আমি নিজে মাঠের রাজনীতি করি, মানুষের সাথে থাকি, বুঝতে পারি—প্রভাব তেমন বাড়েনি।”

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (Awami League) যখন রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও প্রায় স্থবির, তখন জামায়াত তুলনামূলক সুবিধাজনক অবস্থানে এসেছে বলেই মনে করেন বিএনপি মহাসচিব। তার বক্তব্যে উঠে এসেছে, “জামায়াত যে ভাবেই হোক আলোচনায় এসেছে। মিডিয়া এবং সাংগঠনিক কর্মতৎপরতার কারণে তারা একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে, এবং তারা এটা করবেই।”

তবে বিএনপি নেতার পর্যবেক্ষণ অনুযায়ী, জামায়াতের সবচেয়ে বড় শক্তি তাদের সংগঠিত কাঠামো ও বিপুল ফান্ড। সেটি তাদের জন্য বাড়তি সুবিধা হলেও ভোটের ময়দানে পূর্ণ সাফল্য অর্জন করা কঠিন হবে বলেই তিনি মনে করেন।

বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটের দিকেও দৃষ্টি আকর্ষণ করেন মির্জা ফখরুল। তার মতে, সারা বিশ্বের মতো বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের চেষ্টা চলছে। তবে দেশের বাস্তবতায় এই প্রচেষ্টা ব্যালট বাক্সে খুব বেশি ফল দেবে না বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

এসময় বিএনপি মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, সময়মতোই দেশে ফিরবেন তারেক রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *