জামায়াত সুসংগঠিত দল, তবে ভোটের মাঠে তাদের জয় সম্ভব নয় : মির্জা ফখরুল

শেখ হাসিনার বিদায়ের পর, অর্থাৎ ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ (Jamaat-e-Islami Bangladesh)। সংস্কার, জুলাই সনদ এবং নির্বাচন ব্যবস্থাকে ঘিরে দলটির অবস্থান বর্তমানে বিএনপি (BNP)-র বিপরীতে দাঁড় করিয়েছে তাদের, যদিও একসময় তারা ছিল একই রাজনৈতিক সহযাত্রী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) স্পষ্ট করে বলেন, জামায়াত যদিও সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ একটি রাজনৈতিক দল, তারপরও জনগণের ভোটে তাদের বিজয় অসম্ভব। তার মতে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়ে যাওয়ায় এবং জাতীয় পার্টি প্রায় অকার্যকর হয়ে পড়ায় জামায়াত সুবিধাজনক অবস্থানে আছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে তাদের জনপ্রিয়তা বাড়েনি।

ফখরুল বলেন, “জামায়াত যে ভাবেই হোক আলোচনায় উঠে এসেছে। গণমাধ্যমে উপস্থিতি আর সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে তারা জায়গা করে নিতে চাইছে। কিন্তু মাঠের রাজনীতিতে আমি ব্যক্তিগতভাবে যা দেখেছি, তা হলো—জনপ্রিয়তার ঘাটতি এখনো রয়ে গেছে।”

তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের একটি বড় সুবিধা হলো তাদের সুসংগঠিত কাঠামো এবং যথেষ্ট আর্থিক সক্ষমতা। এসব তাদের পক্ষে ইতিবাচক হলেও জনগণের কাছে গিয়ে নির্বাচনে পূর্ণ বিজয় অর্জন করবে—এমন সম্ভাবনা তিনি দেখেন না।

বৈশ্বিক রাজনীতির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেমন দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটছে, বাংলাদেশেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। তবে এই প্রবণতা ভোটের মাঠে কার্যকর হবে না বলেই তার বিশ্বাস।

আলোচনার একপর্যায়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে জল্পনারও অবসান ঘটান। ফখরুল জানান, যথাসময়ে তারেক রহমান (Tarique Rahman) দেশে ফিরবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *