দলীয় লোগো ও পতাকায় পরিবর্তন এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন লোগো ও পতাকা এরই মধ্যেই ব্যবহার করা শুরু করে দিয়েছে দলটি। জামায়াতের দলীয় ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে নতুন লোগো দেখা গেছে। এতে পূর্বের লোগোতে থাকা আরবিতে লেখা আল্লাহ এবং আকিমুদ দ্বীন (দ্বীন প্রতিষ্ঠা) শব্দগুলো বাদ দেওয়া হয়েছে।
গত বছর ৫ আগস্ট অভ্যুত্থানের পর নতুনভাবে দল সাজাতে থাকে জামায়াতে ইসলামী। একই সাথে মাঠের কাজেও আসে নতুনত্ব। দলের ভিতরে নানাভাবে আলোচনা হতে থাকে দলের লোগো ও পতাকার পরিবর্তনের। আলোচনা শুরুর মধ্যেই প্রাথমিক ধাপেই ঠিক করা নতুন লোগো ও পতাকা ব্যবহার করা শুরু করেছে দলটির আমির ডা. শফিকুর রহমান।
রাজধানীর বসুন্ধরায় ডা. শফিকুর রহমানের বাসায় গেস্ট রুম সাজানো হয়েছে দলটির নতুন লোগো দিয়ে। যেখানে নতুন লোগো ও পতাকা নিয়ে একাধিক কূটনেতিকের সঙ্গেও বৈঠকও করেছেন জামায়াত আমির
কী পরিবর্তন আনা হচ্ছে দলটির লোগো ও পতাকায়
জামায়াতে ইসলামীর লোগোতে দাঁড়িপাল্লা ঠিক রেখে আল্লাহ ও মিনারের পরিবর্তে বই, কলম ও উদীয়মান সূর্য যুক্ত করা হয়েছে। লোগোর নিচে দলটির নাম বাংলা ও আরবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা হয়েছে। লোগোর পাশাপাশি বদল এসেছে পতাকাতেও। সাদার পারিবর্তে সবুজ রঙ্গের পতাকা দেখা গেছে। সবুজ পতাকার মাঝে নতুন লোগোটি স্থাপিত করা হয়েছে।
এর আগে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ করা হয়। এরপর ২০১৬ সালে গুঞ্জন উঠে লোগো পরিবর্তন করা হচ্ছে দলটির। কিন্তু শেষ পর্যন্ত তা পরিবর্তন করা হয়নি। ২০০৮ সালে দলের নামে পরির্বতনের ১৭ বছর পর দলীয় লোগো ও পতাকায় পরিবর্তন এনেছে দলটি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নতুন বাংলাদেশ তৈরির যে চিন্তা জামায়াতে ইসলামী করছে, তার ধারাবাহিকতায় দলের লোগো ও পতাকায় পরির্বতন।
জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, লোগো ও পতাকায় পরিবর্তন করা হচ্ছে। এখনও আলোচনা চলছে। আমিরের বাসায় যেটি দেখা যাচ্ছে তা পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে। নতুন লোগো ও পতাকা ঠিক হলে আমরা সবাইকে জানিয়ে দেবো।