বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) অভিযোগ করেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করায় ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে দিল্লি, আর সেখান থেকেই শুরু হয়েছে ক্ষতি—বাংলাদেশেরও, ভারতেরও।
সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বাংলাদেশি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “রাজনীতি থেকে সরে গিয়ে ষড়যন্ত্রে জড়ানোই আসল ক্ষতির কারণ। আওয়ামী লীগও সেই ক্ষতির শিকার হয়েছে। তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে, অন্য কারও কিছু করার দরকার হয়নি।”
ভারতকেই উদ্যোগ নিতে হবে
বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন কাটিয়ে উঠতে দিল্লিকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “এটা নির্ভর করছে ভারতের ওপরে। যদি তারা শুধু বড় দাদা হয়ে না থেকে বন্ধু হয়ে সমস্যা সমাধানের পথে আসে, তাহলে সম্পর্ক পুনর্গঠন সম্ভব। আমরা সব দেশের সঙ্গেই বন্ধুত্ব চাই।”
তিনি আরও জানান, বিএনপি বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তবে ভারতের সঙ্গে ভবিষ্যতে বিএনপির সম্পর্ক কতদূর এগোবে, তা নির্ভর করবে ভারতের সদিচ্ছার ওপর।