মসজিদে শিশুদের নামাজে আগ্রহী করতে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, পুরস্কার হিসেবে চকলেট

কোমলমতি শিশুদের নামাজে উদ্বুদ্ধ করার জন্য এক অভিনব পদক্ষেপ নিয়েছেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা। তারা রাজধানীর বিভিন্ন মসজিদে বাচ্চাদের জন্য নামাজ শেষে পুরস্কার হিসেবে চকলেট রেখে দিচ্ছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এ উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের (কেন্দ্রীয় কমিটি) সহদফতর সম্পাদক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হক (Dr. M A Taiful Haque)। তার সঙ্গে ছিলেন ছাত্রদল নেতা মোবাশ্বির ইবনে বারীসহ আরও অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগের প্রশংসা করে অনেকেই মত দিয়েছেন। তাদের ভাষ্য, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে এ ধরনের ইতিবাচক প্রতিযোগিতা প্রশংসনীয় এবং সমাজের জন্যও উপকারী।

এ বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির (Nasir Uddin Nasir) বলেন, “শিশুদের ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়, আমরা গণমাধ্যমেও সেসব দেখি। আমাদের ছাত্রদলের একটি ইউনিট এই ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। কোমলমতি শিশুদের নামাজ ও ধর্মীয় চর্চায় আগ্রহী করতে নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক উদ্যোগ।”

তিনি আরও জানান, ছাত্রদল সামাজিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *