বিএনপির চেয়ে নির্বাচনি প্রস্তুতিতে জামায়াত এগিয়ে: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু (Shamsuzzaman Dudu) জানিয়েছেন, আগামী নির্বাচনে প্রস্তুতির দিক থেকে বিএনপির চেয়ে জামায়াত অন্তত পাঁচ শতাংশ এগিয়ে রয়েছে। তার মতে, বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি। অথচ জামায়াত ইতোমধ্যে প্রার্থিতা চূড়ান্ত করেছে এবং লিফলেট-পোস্টার প্রস্তুত করে প্রচারণাও শুরু করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, নির্বাচনে জামায়াত প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না, বরং তারা দ্রুত ও কার্যকর নির্বাচনের জন্যই অপেক্ষা করছে।

পার্বত্য এলাকায় সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, এর পেছনে কোনো না কোনো রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে এবং কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে ঘোলা করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি সরকারের প্রতি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দুদুর ভাষায়, “পাহাড়ি হোক কিংবা সমতলের মানুষ—সবাই এ দেশের নাগরিক। শুধু জাতীয়তার বিভাজন দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এজন্য শহীদ জিয়ার দেখানো আদর্শ—‘আমরা সবাই বাংলাদেশি’—এটি ধারণ করতে হবে।”

বিএনপির প্রস্তুতি প্রসঙ্গে তিনি দাবি করেন, গত ১৬ বছরে ভালো নির্বাচনের জন্য বিএনপি রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, গুমের শিকার হয়েছে, লড়াই সংগ্রাম চালিয়েছে। তাই প্রার্থী ঘোষণা না করলেও বিএনপির নির্বাচনি প্রস্তুতি যথেষ্ট রয়েছে।

এদিন সাবেক সংসদ সদস্য দুদু আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার মোট ছয়টি মন্দির পরিদর্শন করেন এবং অনুদান প্রদান করেন। তার সফরে সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সদস্য আবু জাফর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু ও সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিমসহ স্থানীয় নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *