ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির দাবি খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইলরামাদান (Yusuf S. Wail Ramandan)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে খালেদা জিয়া গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে যুদ্ধ বন্ধের জোর দাবি তোলেন বিএনপি চেয়ারপার্সন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত সাক্ষাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (Ziaur Rahman)-কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের আমলে বাংলাদেশে ফিলিস্তিনের দূতাবাসের জন্য বিনামূল্যে জমি প্রদান করা হয়েছিল। আর খালেদা জিয়ার সরকারের সময় বিএনপির উদ্যোগে অনুদানের মাধ্যমে দূতাবাসের ভবন নির্মাণ সম্পন্ন হয়। রাষ্ট্রদূতের মতে, এটি ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার প্রতিফলন।

সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারও উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *