১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের অঙ্গীকার: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (Amir Khosru Mahmud Chowdhury) বলেছেন, জনগণ যদি বিএনপিকে নির্বাচনে রায় দেয়, তবে শিল্পখাতে হারানো কর্মসংস্থান পুনরুদ্ধার এবং নতুন কর্মক্ষেত্র সৃষ্টির মাধ্যমে আগামী ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি জানান, শুধু কর্মসংস্থানের সংখ্যাই নয়, কোন খাতে কত আত্মকর্মসংস্থান হবে এবং কীভাবে তা বাস্তবায়ন করা হবে সে বিষয়েও বিস্তারিত পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালের পাশের দানবীর বণদা প্রসাদ সাহার মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

প্রশ্নোত্তর পর্বে পিআর প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “পিআর পদ্ধতি চাইতে পারে, এটা মানুষের অধিকার। তবে এটি বিএনপির দেওয়ার বিষয় নয়, অন্য দলেরও নয়। কেউ যদি কিছু দাবি করে, তবে জনগণের কাছে যেতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে বিষয়টি তুলতে হবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও স্পষ্ট অবস্থান জানান আমীর খসরু। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। “দেশকে বাঁচাতে হলে, কর্মসংস্থান থেকে আইনশৃঙ্খলা—সবকিছুই এখন নির্বাচনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। জনগণ একটি নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায়, যেখানে দায়বদ্ধতা ও জবাবদিহি থাকবে এবং জনগণের শক্তি থাকবে তাদের পেছনে।”

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের সঙ্গে জনগণের কোনো সেতুবন্ধন নেই, আর সেই কারণেই দেশ নানা সমস্যায় জর্জরিত।

এই সময়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *