তারেক রহমান – রুমিন ফারহানার বিকৃত ছবি ফেসবুকে শেয়ার, পদ হারালেন সেই জামায়াত নেতা মাওলানা ইলিয়াস

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার করার ঘটনায় দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইলিয়াস হোসেনকে। একইসঙ্গে তার সদস্যপদও তিন মাসের জন্য মুলতবি রাখা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজি (Md. Billal Hossain Miazi)।

জানা যায়, মাওলানা ইলিয়াস হোসেন ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) ও বিএনপি নেত্রী রুমিন ফারহানা (Rumeen Farhana)-র বিকৃত ছবি শেয়ার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরদিন সকালে পালিশারা গ্রামে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে ওই বিকৃত ছবি পোস্ট করেন। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে গেলে জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

অন্যদিকে উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ জানান, “রাতেই পোস্টটি মুছে দেওয়া হয়েছিল এবং মাওলানা ইলিয়াস নিজের ফেসবুকে দুঃখ প্রকাশ করে নতুন একটি পোস্টও দিয়েছিলেন। তবুও মসজিদ কমিটি তাকে নিয়ে বৈঠকের প্রস্তুতি নিচ্ছিল। এসময় বিএনপি নেতা নেছার আহম্মেদের নেতৃত্বে ইলিয়াসের ওপর হামলা হয়। পরে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গেলে জামায়াতের অন্তত ১০ থেকে ১২ জন কর্মী আহত হন।”

ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরাবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন নিজেও স্বীকার করে বলেন, “আমি পোস্ট দিয়েছিলাম, পরে তা ডিলিট করে দুঃখ প্রকাশ করেছি। তবুও আজ সকালে বৈঠকে বসার আগেই বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *