ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে রড দিয়ে পেটালো জামায়াত

রাজশাহীতে ছাত্রদল কর্মী রবিউল ইসলাম আশিককে অপহরণ করে লোহার রড দিয়ে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে জামায়াত নেতা-কর্মীদের। শুক্রবার (৩ অক্টোবর) দিনগত রাতে নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আশিক (২৪) বুধপাড়া এলাকারই বাসিন্দা। পরে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে ভর্তি হওয়ার পর গভীর রাতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আশিককে দেখতে সেখানে ভিড় করেন। তার ভাই রুবেল হোসেন দাবি করেন, কিছুদিন আগে বুধপাড়া ও ৩০ নম্বর ওয়ার্ড এলাকায় বিএনপির পোস্টার ও ব্যানার টাঙানোর কারণে জামায়াত সংশ্লিষ্ট সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উত্তর শাখার একজন নেতা আশিককে গুলি করে হত্যার হুমকি দিয়েছিলেন। সেই ঘটনার জের ধরেই শুক্রবার রাতে তাকে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ তার।

আহত আশিককে উদ্ধারের পর রাতেই ছাত্রদল নেতা ও রাজশাহী সিটি কলেজ শাখার সদস্য সচিব ইমদাদুল হক লিমন একটি ফেসবুক লাইভ করেন। লাইভে আশিককে বলতে শোনা যায়, শুক্রবার রাতে সে বুধপাড়া মোড়ে বসে ছিলেন। এ সময় ৩০ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাকে অপহরণ করে রড দিয়ে পেটায়।

লাইভে আশিক আরও বলেন, তাকে বেদমভাবে পেটানো হয়েছে এবং ছাত্রদলের রাজনীতির সাথেই এই হামলার সম্পর্ক রয়েছে। ছাত্রদল নেতা লিমন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “শুধু ছাত্রদল করার কারণে আশিককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আমরা এর উপযুক্ত জবাব দেব।”

এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত জামায়াত নেতা সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ছাত্রদল কর্মী আশিককে মারধরের ঘটনা সম্পর্কে তিনি রাতেই অবগত হয়েছেন। তবে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *