আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (Brahmanbaria-2) আসনে প্রার্থী হতে চান রুমিন ফারহানা (Rumin Farhana)। এ বিষয়ে তিনি ইতিমধ্যে নিজের সংসদীয় এলাকায় ফলাও জনসংযোগ শুরু করেছেন—সব জায়গায় ছুটছেন, গণমানুষের কাতারে যাচ্ছেন, স্থানীয় বিভিন্ন সংগঠন ওদের সঙ্গে দেখা করছেন।
এই দুর্গাপূজায় তিনি বিভিন্ন মণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পূজা পরিদর্শনকালে বিএনপি (Bangladesh Nationalist Party)-র আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেন, দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন। তার ভাষ্য—নির্বাচন হলে মব কালচার বন্ধ হবে। তিনি বিশেষ করে বলেন, ‘ইউনূস সরকারের প্রতি একটি নির্বাচন দেওয়ার আহ্বান’ জানান তিনি।
রুমিন ফারহানা আরও বলেন, ‘দেশে নতুন মব কালচার শুরু হয়েছে। বাংলাদেশে জীবনে এ রকম মব কালচার ছিল না। এগুলো তো হচ্ছে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের একটা নির্বাচন দরকার ভাই। মানুষ যাকে ভোট দেবে, সেটা যাকেই দিক। আমি বলছি না আমার দলকেই ভোট দিতে হবে। না দিলে এক্কেবারে খবর হয়ে যাবে। না ভাই, আমি এটা বলছি না। যাকে ভালো লাগে ভোট দেন। আল্লাহর ওয়াস্তে একটা জবাবদিহিতামূলক সরকার বাংলাদেশে আসুক। একটা ভোটে নির্বাচিত সরকার আসুক।’
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি একবার জবাবদিহিতামূলক সরকার আসে তাহলে অন্তত মাজার ভাঙা, সংখ্যালঘুদের ওপর হামলা কিংবা ডাকাতি—এসব ঘটনার সংখ্যা কমে আসবে। ‘বন্ধ হবে। আইনের আওতায় আসবে,’—এই প্রত্যাশা প্রকাশ করেন রুমিন ফারহানা।