জামায়াত নেতা শিশির মনির পূজা ও রোজাকে এক করে ইমানহারা হয়েছেন: হেফাজত আমির

জামায়াতে ইসলামীর সাবেক শিবির সেক্রেটারি ও বর্তমান এমপি প্রার্থী আইনজীবী শিশির মনির (Shishir Monir) সম্প্রতি এক পূজামণ্ডপে গিয়ে বক্তব্য দেন, যেখানে তিনি রোজা ও পূজাকে “মুদ্রার এপিঠ-ওপিঠ” আখ্যা দেন। এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় ওঠে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত শানে রেসালত সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী (Shah Muhibullah Babunagari) এই বক্তব্যকে সরাসরি ইমানহারা বলে অভিহিত করেন।

তিনি জামায়াতে ইসলামীর রাজনৈতিক দর্শনের কঠোর সমালোচনা করে বলেন, “মওদুদী ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না।” তার অভিযোগ, মওদুদীবাদীরা সাহাবাগণকে সত্যের মাপকাঠি মনে করে না এবং ইসলামী পর্দা প্রথাকেও অস্বীকার করে। শিশির মনির পূজা ও রোজাকে এক করার মাধ্যমে কুফরি প্রমাণ করেছেন বলে উল্লেখ করেন হেফাজতপ্রধান।

প্রধান অতিথির বক্তব্যে মুহিবুল্লাহ বাবুনগরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “যারা পূজা আর রোজা একই বলে, তারা ইসলামের শত্রু। কুফরি যাতে প্রতিষ্ঠা না পায়, এজন্য সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তাতেই চলতে হবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি, তাদের দেখানো পথই সঠিক পথ।”

হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশ-বিদেশের শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদিস উবাইদুল্লাহ ফারুক এবং হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন।

এতে প্রধান আলোচক ছিলেন করাচির জামিয়া মাহমুদিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি নূরুল হক, যিনি পাকিস্তানের সাবেক এমপি হিসেবেও পরিচিত। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক আলেম তাদের বয়ান পেশ করেন। দীর্ঘ তালিকায় ছিলেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা শোয়াইব জমিরী, মুফতি মাহমুদ হাসান, মুফতি হারুন ইজহারসহ অসংখ্য প্রভাবশালী আলেম।

সম্মেলনে মাওলানা এমরান সিকদার, মাওলানা আব্দুল্লাহ, মোরশেদ আলম ও মাওলানা হাসান মুরাদের যৌথ সঞ্চালনায় আলোচনা পর্ব পরিচালিত হয়। শানে রেসালত সম্মেলনে বক্তারা এক কণ্ঠে পূজা ও রোজাকে সমান করার বক্তব্যের নিন্দা জানিয়ে ইসলামের মূল আদর্শে অটল থাকার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *