অবস্থা ক্রিটিক্যাল, তবে তিনি এখনো জীবিত: স্বজনদের অনুরোধ গুজব না ছড়ানোর

রাজধানীর স্কয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (Tofail Ahmed)। শনিবার (৪ অক্টোবর) রাতে তাঁর অবস্থা আরও সংকটজনক হয়ে ওঠে। তবে চিকিৎসক ও পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন, তিনি এখনো জীবিত আছেন।

রাত ১১টার দিকে তাঁর মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান গণমাধ্যমকে জানান, ‘রাত ৮টার দিকে ওনার অবস্থা খারাপের দিকে চলে গিয়েছিল; প্রেশার ও পালস নেমে গিয়েছিল। পরে কিছুটা স্থিতিশীল হয়। কিন্তু অবস্থার সামগ্রিক উন্নতি হয়নি, বরং আগের চেয়ে অবনতি হয়েছে। এখনো তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন।’

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার তাঁর মৃত্যু সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ে। আজও একই ধরনের গুজব ছড়িয়ে পড়লে বিভ্রান্তি দেখা দেয়। হাসপাতালে অবস্থানরত তাঁর সাবেক ব্যক্তিগত সহকারী মোবাইল ফোনে নিশ্চিত করেন, ‘স্যার এখনও লাইফ সাপোর্টে আছেন। কোনো কিছু ঘটলে পরিবার থেকেই জানানো হবে।’

গুজবের ঘটনায় পরিবারের সদস্যরা কষ্ট প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, এমন সময়ে মিথ্যা সংবাদ প্রচার একদিকে বিভ্রান্তি তৈরি করছে, অন্যদিকে অসুস্থ নেতার স্বজনদের মানসিকভাবে আঘাত করছে। এর আগেও আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ভুলবশত তাঁর মৃত্যুর খবর শেয়ার করা হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

৭৯ বছর বয়সী তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। কয়েক বছর ধরে তিনি হুইলচেয়ারের সাহায্যে চলাফেরা করছেন। স্ট্রোকের পর শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যাওয়ায় তাঁর অবস্থার আরও অবনতি ঘটে। বার্ধক্যজনিত শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় গত ২৭ সেপ্টেম্বর তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *