ফিলিস্তিনের গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম (Shahidul Alam) এবং তার সহযাত্রীদের নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)। শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, “আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি এবং থাকব।”
ড. ইউনূস তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, ২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার কারণে যখন শহিদুল আলমকে ১০৭ দিন কারাভোগ করতে হয়েছিল, তখন তিনি যে সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা দেখিয়েছিলেন, আজ গাজার উদ্দেশে যাত্রার ক্ষেত্রেও তিনি একই মনোবল নিয়ে অংশ নিয়েছেন। ইউনূস বলেন, “তিনি আজ বাংলাদেশের অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক।”
গাজার চলমান পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আরও বলেন, গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের সামনে আমি বলেছিলাম, মানবজাতি যে সংগ্রামের মাধ্যমে অগ্রগতি গড়ে তুলেছে তা ধ্বংস করে দেওয়া হচ্ছে। এবং এই মর্মান্তিক বাস্তবতা গাজার চেয়ে আর কোথাও এতটা স্পষ্ট নয়।