গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান (Rashed Khan) অভিযোগ করেছেন, ভারত চায় আওয়ামী লীগকে কেন্দ্র করে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হোক। তাঁর মতে, সবাইকে প্রকাশ্যেই রাজনীতি করতে হবে, কিন্তু বর্তমান সরকারের অধীনে সংস্কারের নামে মূলত আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া চালানো হচ্ছে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।
সভায় রাশেদ খান বলেন, নির্বাচন নিয়ে জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) যে বক্তব্য দিচ্ছেন, তা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন নয়। তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না—এমন শর্ত চাপিয়ে দেওয়া সমীচীন নয়। কারণ, এই সরকারের পক্ষে পুরোপুরি সনদ বাস্তবায়ন সম্ভব নয়। এ দায়িত্ব নিতে হবে পরবর্তী সরকারকে।
তিনি আরও অভিযোগ করেন, সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চলছে এবং এর বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই দায় জনগণের নয়, সরকারের।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, সরকারের কিছু উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়ে যদি কোনো ভুল হয়, তাহলে তার দায় নিতে হবে কেবল এই সরকারকেই। একইসঙ্গে, তখনকার বৈষম্যবিরোধী আন্দোলনের লিয়াজোঁ কমিটিকেও এ দায় বহন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।